বেনাপোল গাজিপুর প্রত্যয়ক্লাবের উদ্যোগে সেমাই-চিনি বিতরণ

Loading

বেনাপোলে নিম্ন আয়ের মানুষের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সেমাই-চিনি বিতরণ করছেন প্রত্যয় ক্লাব নামের একটি সামাজিক প্রতিষ্ঠান।

শনিবার (১ জুন) বেলা সাড়ে ১১ টার সময় বেনাপোল কাস্টমস হাউসের সামনে অবস্থিত গাজীপুর প্রত্যয় ক্লাবের অফিসে এ সেমাই-চিনি বিতরণ করা হয়।

প্রত্যয় ক্লাবের সভাপতি টুটুলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট সিএন্ডএফ ব্যবসায়ী আলহাজ্ব মজনুর রহমান, বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা আজিম উদ্দিন গাজী, বেনাপোল পৌর কাউন্সিলার কামরুন নাহার আন্না, সীমান্ত প্রেসক্লাব বেনাপোলের সভাপতি সাহিদুল ইসলাম শাহিনসহ সকল সাংবাদিকবৃন্দ,বেনাপোল বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন, যুবলীগ নেতা আব্দুল লতিফ, রহমত উল্লাহ প্রমুখ।