মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি’র সাধারণ সম্পাদক ও ঝিকরগাছা, শার্শা, বেনাপোল ট্রাক মালিক সমিতির বেনাপোল কার্যালয়ের চেয়ারম্যান, আঃলীগ নেতা আজিম উদ্দিন গাজীর বেনাপোল তালসারি পৈত্রিক বাড়িতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আজিম উদ্দিন গাজী বলেন বলেন, শুক্রবার ১৮ ই অক্টোবর গভীর রাতে আনুমানিক ২টার সময় আমি বাড়িতে অবস্থান কালে বাড়ির পাশে গ্যারেজের ছাদের উপর বিকট শব্দে দুটি বোমা বিস্ফোরিত হয়, এতে আমি সহ আমার পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। একপর্যায়ে ঘরের বাইরে এসে দেখি বোমার আঘাতের চিহ্ন ছেলেমেয়েদের পড়ার স্থানে বিস্ফোরিত বোমার অংশ লাল কসটেপ ও স্প্রিন্টার ছড়ানো রয়েছে। আজিম উদ্দিন গাজী আরো বলেন কয়েক বছর ধরে বেনাপোল পৌর টোল বন্ধের দাবিতে বন্দরের সাথে সম্পর্কিত বিভিন্ন সংগঠনের দাবির সাথে একাত্মতা ঘোষণা করে বেনাপোল ট্রান্সপোর্ট মালিক সমিতি।অনেক আন্দোলন-সংগ্রামের পর কয়েকদিন আগে সরকার থেকে পৌরসভার পৌর টোল আদায় বন্ধ করে দেয়, এতে ক্ষিপ্ত হয়ে এর সাথে সংশ্লিষ্ট সন্ত্রাসী গ্রæপ আমার বাড়িতে বোমা হামলা চালিয়েছে বলে আমার ধারণা।
আজিম উদ্দিন গাজীর বাড়িতে বোমা হামলার বিষয়ে বেনাপোল পোর্ট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরী নম্বর নং-৭০১।