বেনাপোল পুটখালী সীমান্তে ১৪ পিস স্বর্ণের বারসহ আটক-১ ।

Loading

যশোরের বেনাপোল পুটখালী সীমান্ত থেকে ১৪ পিস স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।

শনিবার(১৬/০২/১৯ইং) তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পুটখালী বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন পুটখালী গ্রামস্থ বিজিবি’র মসজিদ বাড়ি পোস্টের সামনে পাকা রাস্তার পাশে শ্রী দিলীপ হাওলাদার(৩৫)নামে এক পাচারকারী অভিনব কায়দায় সেন্ডেলের সোলের ভিতরে রাখা ১৪ পিস স্বর্ণের বারসহ তাকে আটক করতে সক্ষম হয় বিজিবি।আটক স্বর্ণ পাচারকারী দিলীপ হাওলাদার বালুন্ডা গ্রামের ক্ষুদিরাম হাওলাদার এর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১৪ পিস স্বর্ণের বারসহ একজনকে আটক করতে সক্ষম হয়।আটককৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ৮১ লক্ষ ৫০ হাজার টাকা।

আটককৃত আসামী ও স্বর্ণের বার বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়া চলছে বলে তিনি আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে নিশ্চিত করেন।