বেনাপোল ৩৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ আটক-১

Loading

যশোরের বেনাপোল পোর্ট থানাধীন শিকড়ী চারা বটতলা মাঠের মধ্য থেকে ৩৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ এক পাচারকারীকে আটক করে বিজিবি সদস্যরা।

শুক্রবার ভোর রাতে পুটখালী বিওপি’র টহল দল সীমান্ত এলাকায় টহল দেওয়ার সময় চারা বটতলা মাঠে একজন পাচারকারীকে দেখে সেখানে গিয়ে ভারতীয় ইনজেকশনসহ মোঃ জাহিদ হাসান (১৯) কে আটক করে। আটক জাহিদ হাসান মইসাডাংগা গ্রামের আলী হোসেন এর ছেলে।

২১ বর্ডার গার্ড ব্যাটালিনের অধিনায়ক ইমরান উল্লাহ সরকার আমাদের বেনাপোল প্রতিনিধি রাসেল ইসলামকে জানান, বেনাপোল পোর্ট থানাধীন গ্রামস্থ শিকড়ী চারা বটতলা মাঠ থেকে ভারতীয় ৩৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয় ইনজেকশনসহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। আটককৃত ইনজেকশনের আনুমানিক মূল্যমান ৯,৮৭,৫৭০/- (নয় লক্ষ সাতাশি হাজার পাঁচশত সত্তর) টাকা।

আটককৃত আসামী ও মালামাল বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।