ভয়ভীতিহীন ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র।

অংশগ্রহণমূলক,ভয়ভীতিহীন ও সহিংসতামুক্ত নির্বাচন দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র। একইসঙ্গে প্রচারণায়ও সব দলের সমান সুযোগ কামনা করে দেশটি। মঙ্গলবার( ১৮ ডিসেম্বর)  দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির সিনিয়র নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার সাংবাদিকদের একথা বলেন।

এসময় বিএনপি মহাসচিব জানান, ভোটাধিকার প্রয়োগ ও প্রার্থীদের নিরাপত্তার ব্যাপারেও বৈঠকে কথা হয়েছে। এ সময় মির্জা ফখরুল বলেন, ভয়ভীতি ত্রাসমুক্ত নির্বাচন দেখতে চান তারা। সকল কাছে গ্রহণযোগ্য সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন দেখতে চান তারা। এটাই তাদের সবচেয়ে বেশি প্রত্যাশা।

এছাড়া রবার্ট মিলার বলেন, ‘নির্বাচনে কোন রকম ভয়ভীতি সহিংসতা দেখতে চায় না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আমরা মনে করি প্রচারণায় সব দলের সমান সুযোগ থাকা দরকার।’