প্রচ্ছদ ছবি মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা

মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা

Loading

জিয়াউর রহমান, চট্টগ্রাম : মাইজভাণ্ডার শরীফ শাহী জামে মসজিদ পুনঃনির্মাণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ১১ এপ্রিল শুক্রবার বাদে মাগরিব মাইজভাণ্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন- দরবারে গাউসুলআজম মাইজভাণ্ডারী গাউছিয়া আহমদিয়া মনজিলের সম্মানিত সাজ্জাদানশীন আলহাজ্ব শাহসূফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী ।

মতোয়াল্লী পরিবার ও এলাকাবাসীর যৌথ আয়োজনে ডা. সৈয়দ মিসকাতুন নুর মাইজভান্ডারীর সঞ্চালনায় এতে আওলাদগণের মধ্যে বক্তব্য রাখেন, সৈয়দ আহমদ হোসাইন শাহারিয়ার মাইজভান্ডারী, সৈয়দ ফরহাদ আহমেদ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নাজিমুদ্দিন মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন রাইফ নুরুল ইসলাম মাইজভান্ডারী, সৈয়দ শাহদাত উদ্দিন মাইভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ হুসেইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভাণ্ডারী, সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী, সৈয়দ আব্দুল করিম, শাহজাদা সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মারুফ বিন কাদের মাইজভাণ্ডারী ।

এছারাও বক্তব্য রাখেন , শাহজাদা সৈয়দ রাজিবুল হাসান মাইজভাণ্ডারী, সৈয়দ ওমর ফারুক, শাহজাদা সৈয়দ আতিকুল ইসলাম মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ মিফতাহুন নূর মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ ফাহিম রহমান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ নজিবুল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আসিফ নইমুদ্দিন মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী, শাহজাদা সাইফুর রহমান, ইঞ্জি. মোঃ নুরুল ইসলাম খান, শাহজাদা সৈয়দ রিহান মাইজভাণ্ডারী, শাহজাদা সৈয়দ আবিদ মাইজভাণ্ডারী, সৈয়দ আহমদ নাবিদ হাসান মাইজভান্ডারী, সৈয়দ আবতাহি সাফওয়ান মাইজভান্ডারী, মাতোয়ালী সৈয়দ মোঃ সৈয়দুল আলম শাহজাহান মাইজভান্ডারী, যুগ্ম মাতোয়ালী সৈয়দ মোঃ নাছিরুল আলম, সৈয়দ তালেবুল মওলা, মোহাম্মদ বাবুল গনি, খতিব সৈয়দ বশিরুল আলম সহ অন্যান্যরা।