মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে আবর্জনার স্তূপ, দুর্গন্ধে অতিষ্ঠ মানুষ ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার মহম্মদপুর উপজেলা খাদ্য গুদামের দক্ষিণ দিকের রাস্তার পাশে বাজারের সাথে গড়ে উঠেছে আবর্জনার স্তুপ। যেখান থেকে প্রতিনিয়ত ছড়াচ্ছে দুর্গন্ধ। ফলে এ দুর্গন্ধের শিকার হচ্ছেন পথচারীসহ এলাকার সাধারণ মানুষ। আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসী কতৃপক্ষকে দ্রুত এর ব্যবস্থা নেওয়ার জন্য আহবান জানিয়েছেন। উপজেলা সদরের পূর্ব পাশের বসবাসরত শত শত পরিবারের লোকজন ও স্থানীয় ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে উঠেছে রাস্তার পাশে গড়ে উঠা ময়লা-আবর্জনার স্তুপের দুর্গন্ধে। এ দূষণের শিকারো স্কুল-কলেজ গামী শিক্ষার্থী ও পথচারীরা। জানা যায়, প্রতিদিন বাজারের ময়লা-আবর্জনা এখানে ফেলা হয়। এছাড়া বাজারে মাংশ বিক্রয়ের জন্য জবাইকৃত গরু-ছাগলের বর্জ্য, মাছের বর্জ্যসহ অন্যান্য প্রাণীর বর্জ্যও ফেলা হয়। এসব বর্জ্য থেকেই এই দুর্গন্ধের সৃষ্টি হয়।
সরেজমিনে দেখা গেছে, বাজারের সাথে রাস্তার পাশে ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। গড়ে উঠেছে বাগাড়, দুগৃন্ধ ছড়াচ্ছে প্রতিনিয়ত। বর্জ্য ফেলার পুরবেশবান্ধব কোনো পদ্ধতি অনুসরণ করা হচ্ছে না বা কোনো পদ্ধতি নাই। ফলে স্কুল-কলেজ গামী শিক্ষার্থী ও পথচারীদের নাক-মুখ বন্ধ করে এ রাস্তায় চলাফেরা করতে হয়।
এ বিষয়ে স্থানীয় ব্যবসায়ী মো. সুজাদ আলীসহ কয়েকজন ব্যবসায়ীর বলেন, ব্যবসার কারণে প্রতিনিয়ত আমাদের এখানে আসতে হয় এবং এই দুর্গন্ধ সয়তে হয়। আমরা এর কি অভিযোগ দিবো কতৃপক্ষ দেখছে জানছে কিন্তু এর প্রতিকার হচ্ছে না। তবে তারা কতৃপক্ষের কাছে এই বাগাড় অন্য কোথাও স্থানান্তর করার দাবী জানান।
বাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি আলহাজ¦ মো. মোফাজ্জেল হোসেন মোল্যা জানান, আমরা বার বার উপজেলা নির্বাহী অফিসার ও চেয়ারম্যানকে বলেছি। নির্বাহী অফিসার পরিদর্শনও করেছেন এবং গোশত ব্যবসায়ীদের সরে যেতে বলেছেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. আসিফুর রহমান বলেন, আমি দেখেছি এবং এর প্রতিকারের জন্য গোশত ব্যবসায়ীদের সরে যেতে বলেছি। জায়গা না থাকায় তারও যেতে পারছে না। স্থায়ী জায়গা দিয়ে তাদেরকে স্থানান্তর করা হবে।