প্রচ্ছদঅর্থনীতিমাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ভিডিও ।
মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা ভিডিও ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা,প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল রবিবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদ্যাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে অলোচনা সভায় মিলিত হয় ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন ও উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোশারফ হোসেন ।
অন্যদের মধ্যে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস সুলতানা, এস,আই হামিদুল ইসলাম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস, সমাজসেবা কর্মকর্তা নাছিমা খাতুন,যুব উন্নয়ন কর্মকর্তা শফিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী আব্দুল মতিন, শ্রীপুর সরকারি এম,সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমুল ইসলাম ও শ্রীপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তম অধিকারীসহ সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ও শিক্ষার্থী বৃন্দ ।