মাগুরার শ্রীপুরে ইঁদুর নিধন অভিযান উদ্বোধন

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুরে কৃষি অফিস হল রুমে জাতীয় ইঁদুর নিধন অভিযান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুপালী খাতুন,শ্রীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপ-সহকারি কৃষি কর্মকর্তা ফজলুল হক,সার ডিলার রতন সাহা,কৃষক আবু তালেব বিশ্বাস ও মাহাবুব রেজা। আলোচনায় আলোচকগণ ইঁদুরের বিভিন্ন ক্ষতিকারক দিক ও ইঁদুর নিধনের বিভিন্ন উপায় নিয়ে আলোকপাত করেন।