মাগুরার শ্রীপুরে ওয়েভ ফাউন্ডেশনের ইউনিয়ন পর্যায়ের কমিটি গঠন ।
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে ও মানুষের জন্য ফাউন্ডেশন এবং ইউকেএইড এর সহযোগিতায় অংশগ্রহনমূলক শাসন ব্যবস্থা শক্তিশালীকরণের মাধ্যমে সরকারি সেবাসমূহে দায়বদ্ধতা(রেসপন্স) প্রকল্পের আওতায় গতকাল বৃহস্পতিবার সকালে শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদ হল রুমে ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের ওয়েভ ফাউন্ডেশন লোকমোর্চা কমিটি গঠন করা হয়েছে ।
শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশন রেসপন্স প্রকপ্লের মনিটরিং এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ ওসমান গণি, মাগুরার প্রকল্প সমন্বয়কারী তাছরিন জামান, ওয়েভ ফাউন্ডেশন শ্রীপুরের প্রজেক্ট অফিসার মোঃ আতিকুজ্জামান ও সাবিহা খাতুন ।
আলোচনা সভা শেষে সভাপতির সম্মতিক্রমে নুরুল ইসলামকে সভাপতি ও আবুল কালাম আজাদকে সাধারণ সম্পাদকসহ ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় ।