শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কাজী আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হালিম, শ্রীকোল ইউপি চেয়ারম্যান মোস্তাসিম বিল্লাহ সংগ্রাম, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান জাকির হোসেন কানন, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল প্রমুখ।
থানার সেকেন্ড অফিসার এস,আই হামিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দুলাল মোল্যা, কালিনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষাক মশিয়ার রহমান, ইউপি সদস্য সিরাজুল ইসলাম টোকন, সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টন, দারিয়াপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিহাবুল ইসলামসহ আরো অনেকে।
বক্তারা সমাজ থেকে মাদক, বাল্য বিবাহ, ইভটিজিং, গ্রাম্য মারামারি, চুরি প্রতিরোধে জনগণের পাশাপাশি পুলিশকে জোড়ালো ভুমিকা রাখা ও ঝিমিয়ে পড়া পুলিশিং কমিটিকে চাঙ্গা করে পুলিশিংয়ের সদস্যদের সাহায্য নিয়ে পুলিশ-জনতা এক সাথে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন ৮ ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ সুধী সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।