আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরা শ্রীপুর থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় আজ শুক্রবার সকালে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবাড়িয়া গ্রামের ফাঁকা মাঠের মধ্য থেকে ৪ টি চোরাই গরু বোঝায় ট্রাকসহ বাগানে শেখ (৩২) নামে এক চোরকে আটক করতে সক্ষম হয়েছেন।
আটককৃত ব্যক্তি ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার শিলাহাটী গ্রামের ইয়াছিন শেখের পুত্র। শ্রীপুর থানা পুলিশ জানান, বৃহস্পতিবার রাত অনুমান ২টার দিকে শ্রীপুর উপজেলার খালগোয়ালপাড়া গ্রামে ট্রাক ঠেকিয়ে খেলাফত বিশ্বাসের বাড়ি থেকে চোরের ১টি গরু চুরি করে ট্রাকে তুলি নিয়ে পুনরায় রাত অনুমান সাড়ে ৩ টার দিকে জোকা গ্রামের আলেফ শেখের বাড়িতে চোরেরা হানা দিয়ে তার গোয়ালঘর থেকে আরেকটি গরু চুরি করে নিয়ে ট্রাকে তুলে নিয়ে পালায়ে যায়।
এমন সময় গাড়ীর শব্দে বাড়ির লোকজন জেগে উঠে গোয়ালঘরে গিয়ে গরু দেখতে না পেয়ে তারা পুলিশকে বিষয়টি অবগত করেন। শ্রীপুর থানার এস,আই শ্যামাপ্রসাদ বিশ্বাসসহ সঙ্গীয় ফোর্স নিয়ে স্থানীয় লোকজন সহযোগিতায় যৌথভাবে ট্রাকটিকে ধরার জন্য ধাওয়া করেন। ধাওয়ার একপর্যায়ে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবাড়িয়া ফাঁকা মাঠের মধ্যে কর্দমাক্ত রাস্তায় গরু বোঝায় ট্রাকটি ফেলে রেখে পালায়ে যায়।
এমন সময় ঔই এলাকার লোকজনদের সহায়তায় ৪ টি চোরাই গরু বোঝায় ট্রাকটিসহ বাগানে শেখ নামে এক চোরকে আটক করতে সক্ষম হন। তবে ট্রাকের ড্রাইভারসহ অন্যরা পালায়ে যেতে সক্ষম হয়। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান বলেন, আটককৃত ব্যক্তিকে ভালভালে জিজ্ঞাসাবাদ করলে সব ঘটনা সঠিকভাবে জানা সম্ভব হবে।