প্রচ্ছদঅন্যান্যমাগুরার শ্রীপুরে জি.কে.আইডিয়াল ডিগ্রি কলেজে নবীন বরণ
মাগুরার শ্রীপুরে জি.কে.আইডিয়াল ডিগ্রি কলেজে নবীন বরণ
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুরে জি.কে.আইডিয়াল ডিগ্রি কলেজের একাদশ শ্রেণিতে ভর্তি ছাএ-ছাএীদের নবীন বরণ অনুষ্ঠান গতকাল শনিবার কলেজ সবুজ চত্তরে অনুষ্ঠিত হয়।
কলেজের পরিচালনা পরিষদের সভাপতি ডাঃ নূরুজ্জোহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ এ্যাডঃ মোঃ সাইফুজ্জামান শিখর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মুহঃ অহিদুল ইসলাম, অতিরিক্ত কমিশনার (ডিআইজি)মফিজ উদ্দিন আহম্মেদ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হুমাউনুর রশীদ মুহিত প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া ২১৩ জন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান প্রধান অতিথিসহ অন্যান্য অতিথীবৃন্দ। অনুষ্ঠান শেষে কলেজের শিক্ষক,শিক্ষার্থী ও বহিরাগত শিল্পিদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃিতক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।