আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :“সত্য মিথ্যা যাচাই আগে,ইন্টারনেটে শেয়ার পরে” এ প্রতিপাদ্য বিষয়টিকে সামনে নিয়ে গতকাল বৃহস্পতিবার সকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগীতায় শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল বাংলাদেশ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে । সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কেন্দ্রে আলোচনা সভায় মিলিত হয় । শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান, উপজেলা ভাইচ চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন,শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মসিয়ার রহমান, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,উপজেলা শিক্ষা অফিসার মোশাররফ হোসেন, প্রধান শিক্ষক শামীমুল ইসলাম,চেয়ারম্যান জাকির হোসেন কানন ও উপ-সহকারি প্রকৌশলী অমিতাভ সরকার।
শ্রীপুর আইসিটি এ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার মোঃ মাহফুজুর রহমানের সহযোগীতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রেজেন্টেশান উপস্থাপন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর ।