মাগুরার শ্রীপুরে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ।

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর সেন্ট্রাল কিন্ডার গার্টেন স্কুলের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠান চত্তরে প্রাথমিক শিক্ষা সমাপণী পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে ।প্রতিষ্ঠানের অধ্যক্ষ শিশির শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবীর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর সরকারি কলেজের অধ্যক্ষ নির্মল কুমার সাহা,শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ্বাস,বীরমুক্তিযোদ্ধা ও শ্রীপুর প্রেস ক্লাবের উপদেষ্টা মিঞা শাহাদাত হোসেন,প্রেসক্লাব সাধারণ সম্পাদক আশরাফ হোসেন পল্টু,বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম প্রমূখ ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুর সরকারি কলেজের সহকারি অধ্যাপক আনোয়ার সাদাত,শিক্ষার্থী আব্দুল্লাহ হীল কাফী,মৌরিন,রিয়া ও নিরব প্রমূখ।