মাগুরার শ্রীপুরে বয়স্ক,বিধাব ও প্রতিবন্ধী ভাতার বাচাই পর্ব অনুষ্ঠিত
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধিঃ মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে দ্বারিয়াপুর ইউনিয়নে বসবাসরত নাগরিকদের উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক,বিধবা, স্বামী নিগৃহীতা,অসচ্ছল ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর ভাতা প্রাপ্তির আবেদনকারীদের চুড়ান্ত বাছাই পর্ব অনু্ষ্ঠিত হয়েছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীর আওতায় শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে সোমবার সকালে এ বাছাই পর্ব অনু্ষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন কবীর।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম,দারিয়াপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন কানন, মাগুরা জেলা ওয়েভ ফাউন্ডেশনে সমন্বয়কারী তাসরিন জামান,ইউনিয়ন আঃ লীগের সাধারণ সম্পাদক শিহাবুল ইসলাম, ওয়েভ ফাউন্ডেশনের সভাপতি হারুণ-অর-রশিদ আওয়ামী লীগ নেতা শফি উদ্দিন মোল্যা, ইউপি সদস্যবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা ।