আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি ঃ মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ হল রুমে গতকাল শুক্রবার দিনব্যাপি উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) এর সহায়তায় শ্রীপুর উপজেলা পরিষদের আয়োজনে শ্রীপুর উপজেলার কর্মরত মটরযান চালকদের উপস্থিতিতে চালকদের নির্দেশনা ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহাবুবুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহীন । শ্রীপুর থানার এস,আই মোঃ হামিদুল ইসলামের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ,ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন, থানার ওসি (তদন্ত) লিটন সরকার, জাইকার উপজেলা ডেভোলপমেন্ট ফ্যাসিলিটেটর মোঃ জিয়াউর রহমান ।
এ কর্মশালায় উপজেলার ১’শ ২০ জন মটরযান চালক অংশগ্রহন করেন।