মাগুরার শ্রীপুরে মহান বিজয় দিবস পালিত

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি :মাগুরার শ্রীপুরে যথাযথ মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার প্রভাতে শ্রীপুর মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতি স্মরণে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড, প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন রাজনৈতিক, সামজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের আয়োজনে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রর্দশন করে পুলিশ, আনসার, ভিডিপি, ফায়ার সার্ভিস, রোভার স্কাউট, গার্লস গাইডসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

সকাল ১১ টায় সেখানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গণি শাহিন। অধ্যাপক শিশির শিকদারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান, ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম আলী বিশ^াস, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, মুক্তিযোদ্ধা মোল্যা মতিয়ার রহমান, দুলাল মোল্যা, আবদুস সাত্তার, সন্তান কমান্ডের উপজেলা আহবায়ক আশা খন্দকারসহ অন্যরা।

রাতে উপজেলা শহীদ মিনার চত্বরে স্থানীয় ও আমন্ত্রিত শিল্পিদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।