মাগুরার শ্রীপুরে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আশরাফ হোসেন পল্টু, মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার দ্বারিয়াপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নওশের আলীকে জড়িয়ে এলাকার একটি কুচক্রি মহল সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ প্রকাশের প্রতিবাদে রবিবার সকালে শ্রীপুর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করেছেন।
সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এসংবাদের তীব্র নিন্দা ও মিথ্যা তথ্য প্রদানকারীদের বিরুদ্ধে সু-বিচারের দাবী জানান।
ভূক্তভোগি ইউপি সদস্য নওশের আলী শেখ লিখিত বক্তব্যে সাংবাদিকদের জানান, গত ২৩ জুন চরচৌগাছী গ্রামের আব্দুল মান্নান খানের বাড়ীতে একই গ্রামের আব্দুল হাই অনধিকার প্রবেশ করার অপরাধে ঐদিনই সন্ধ্যায় মান্নানের বাড়িতে স্থানীয় লিটন বিশ্বাসের আহবানে ইউপি সদস্য নওশের আলীসহ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোবারেক আলী শেখ, সাধারণ সম্পাদক আলেক শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবগের্র উপস্থিতিতে এক শালিসী বৈঠক বসে। শালিসী বৈঠকে আব্দুল হাই দোষী সাব্যস্ত হওয়ায় তাকে প্রকাশে ক্ষমা চাওয়ানো হয় ।
এসময় ইউপি সদস্য নওশের আলী শেখের কোন ভূমিকা ছিলনা অথচ উক্ত শালিসকে অমান্য করে কোনো একটি কু-চক্রিমহলের ঈন্ধনে আব্দুল মান্নান, তার স্ত্রী মর্জিনা বেগম ও তার আত্মীয়স্বজন তাদের অসৎ উদ্দেশ্যেকে ভিন্নখাতে প্রভাবিত করতে ৬ বছরের শিশুকে শ্লীলতাহানীর অভিযোগ এনে আব্দুল হাইয়ের বিরুদ্ধে শ্রীপুর থানায় একটি মামলা করে এবং ইউপি সদস্যেকে জড়িয়ে সাংবাদিকদের কাছে মিথ্যা তথ্যা প্রদান করে। এ সংবাদ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ পাওয়ায় ইউপি সদস্য নওশের আলী সামাজিক ও মানসিকভাবে চরমভাবে ক্ষতিগ্রস্থ হন।
এ ঘটনার তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তথ্য প্রদানকারীদের বিচার দাবি করেন।