মাগুরার শ্রীপুরে হটলাইন টিমের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে রান্না খাবার বিতরণ

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র বীরমুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭২তম জন্মবার্ষিকী ও মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরসহ পরিবারের সদস্যদের করোনা রোগ মুক্তি কামনায় মাগুরা জেলা হটলাইন টিমের সহযোগিতায় শ্রীপুর উপজেলা হটলাইন টিমের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে হতদরিদ্র ভ্যান চালক ও পথচারীদের মাঝে তৈরী রান্না খাবার বিতরণ করা হয়েছে ।

শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা হটলাইন টিমের সমন্বয়ক কাজী জালাল উদ্দিনের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন টিমের অন্যতম সদস্য জেলা পরিষদের সদস্য আরজান বাদশা,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলী নূর মোল্যা,যুবলীগ নেতা বাবুল রেজা,হাসানুজ্জামান হান্নান,উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদ,সাধারণ সম্পাদক আব্দুর রহিমসহ জেলা,উপজেলা হটলাইন টিমের অন্যান্য সদস্যবৃন্দ ।