প্রচ্ছদ অর্থনীতি মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র ভ্যানচালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হতদরিদ্র ভ্যানচালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার সকালে নিরাপদ দুরত্ব বজায় রেখে শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে দূর্যোগ ও পূণর্বাসন ব্যবস্থাপণা অধিদপ্তরের সহযোগিতায় জি আর প্রকল্পের আওতায় অত্র এলাকার ১’শত হতদরিদ্র কর্মহীন ভ্যানচালকদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার লিউজা-উল-জান্নাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপহার সামগ্রী বিতরণ করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ কহিনুর জাহান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী জালাল উদ্দীন ও শ্রীপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মোঃ মসিয়ার রহমান ।