মাগুরায় ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতি’র বাংলাদেশ’ শীর্ষক সম্প্রীতি সংলাপ অনুষ্ঠিত
আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : ‘শতবর্ষের পথে বঙ্গবন্ধু ও সম্প্রীতি’র বাংলাদেশ’ শীর্ষক সম্প্রীতি সংলাপ গতকাল সোমবার দুপুরে সাড়ে ১২টায় মাগুরা নোমানী ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রীতি’র বাংলাদেশ নামে একটি সংগঠনের সহযোগিতায় জেলা প্রশাসন এই সংলাপের আয়োজন করে। অনুষ্ঠানে জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। আমন্ত্রিত অতিথি ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. বীরেন শিকদার। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সংগঠনের আহবায়ক সাংস্কৃতিক ব্যক্তিত্ব পীযুষ বন্দ্যোপাধ্যায়,সাবেক সচিব ও সংগঠনের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন আহমেদ, সংগঠনের সদস্য সচিব প্রফেসর ডাক্তার মামুন আল মাহাতাব স্বপ্নীল, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক শেখ আকরামুল হক, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু। বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি এ্যাডভোকেট প্রদ্যুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুন্ডু, জেলা আইনজীবী সমিতির সভাপতি এস্কেনদার আজম বাবলু, মাওলানা আব্দুল মমিন, নিতাই গৌর গোপাল সেবাশ্রমের অধ্যক্ষ চিন্তয়মানন্দ দাস চঞ্চল গোসাই, নিখিল দাস প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাভোকেট সাইফুজ্জামান শিখর বলেন, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি হচ্ছে জাতি ধর্ম নির্বিশেষে একসাথে মিলে মিশে থাকা। অসাস্প্রদায়িক জেলা হিসেবে মাগুরা জেলা তার একটি উৎকৃষ্ট উদাহারণ। বিভেদ সৃষ্টিকারি ও ষড়যন্ত্রকারিদের থেকে সকলকে সতর্ক থাকার আহাবান জানান তিনি ।
অনুষ্ঠানে প্রধান আলোচক পীযুষ বন্দ্যোপাধ্যায় বলেন, বাঙ্গালী সংস্কৃতির মূল কথা হলো, অসাম্প্রদায়িকতা ও সম্প্রীতি। ‘সম্প্রীতি বাংলাদেশ’ নামের এ সংগঠনটি দেশের বিভিন্ন একালায় একটি বার্তা নিয়ে ঘুরছে, আর সেটা হলো -দেশের মানুষ মুক্তিযুদ্ধের চেতনায়, অসাম্প্রদায়িক চেতনায়, ধর্ম নিরপেক্ষতা ও বঙ্গবন্ধুর আদর্শের পথে যেন থাকে। বাংলাদেশকে একটি মানবিক ও সুন্দর জাতি হিসেবে গড়ে তোলার পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতি আবার ইতিহাসের সঠিক পথে ফিরে এসেছে।