আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : র্যালি আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্যে দিয়ে গতকাল শনিবার মাগুরা মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ১০ টায় শহরের নোমানী ময়দান থেকে বার্ণঢ্য একটি র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে আছাদুজ্জামান মিলনায়তনে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। বক্তব্য রাখেন সাবেক সংরক্ষিত মহিলা এমপি কামরুল লায়লা জলি, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, জেলা আওয়ামীলীগের সভাপতি তানজেল হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফাজ উদ্দিন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্যা নবুয়ত আলী, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ, মুন্সী রেজাউল হক, সৈয়দ শরিফুল ইসলাম, বীর উত্তম জালাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধরা স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে ছিলেন। তাদের ত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ ক্ষমতায় না আসলে বাংলাদেশ একটি অকার্যকর, ব্যার্থ ও সন্ত্রসী রাষ্ট্রে পরিণত হতো। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এখন উন্নত ও সমৃদ্ধির দিকে ধাবিত হচ্ছে।
নতুন প্রজন্মকে উন্নত বাংলাদেশ গড়ার কারিগর হিসেবে গড়ে ওঠার পাশাপাশি স্বাধীনতার সঠিক ইতিহাস জানার আহবান জানিয়ে তিনি আরো বলেন, উন্নয়নকে বাধাগ্রস্থ করতে ষড়যন্ত্র চলছে। সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার পাশপাশি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলের প্রতি আহবান জানান।