মাগুরা সদর উপজেলার নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষক কর্মচারীকে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের চেক বিতরণ

Loading

আশরাফ হোসেন পল্টু,মাগুরা প্রতিনিধি : প্রধানমন্ত্রী কর্তৃক নন এমপিও শিক্ষক-কর্মচারীদের অনুকুলে বরাদ্দকৃত উপহারের চেক বিতরণ শনিবার দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।

মাগুরা সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭০ জন শিক্ষক-কর্মচারীর মধ্যে মোট ১১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।

মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক-কর্মচারীদের হাতে এ চেক তুলে দেন। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, সদর উপজেলা শিক্ষা অফিসার মালা রাণী বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে জানানো হয়, মাগুরা সদর উপজেলার ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯৮জন শিক্ষকের প্রত্যোককে ৫ হাজার টাকা হারে মোট ৯ লাখ ৯০ হাজার টাকা এবং ৭২ জন কর্মচারীর প্রত্যেককে ২ হাজার ৫০০ টাকা হারে মোট ১ লাখ ৮০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।