![]()
নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের নওখন্ডা এলাকা থেকে মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে ৫ টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৫ জনকে আটক করেছে র্যাব -৪, সিপিসি ৩, মানিকগঞ্জ ক্যাম্প অপারেশন টিম ।
র্যাব জানায়,মানিকগঞ্জের নওখন্ডা এলাকা থেকে জুয়াখেলা রত অবস্থায় এই পাঁচ জনকে আটক করা হয়েছে, আটককৃতরা হলো , মোঃ জহিরুল ইসলাম (৩৫), মোঃগোলাম মোস্তফা (৩৪),মোঃ আনোয়ার হোসেন (৩৫),মোঃ ইসমাইল হোসেন (৪৫), বিরেন রাজবংশী (৩৭) ।



































