প্রচ্ছদ ছবি মানিকগঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসার এএসপি(সিংগাইর সার্কেল) রেজাউল হক

মানিকগঞ্জের শ্রেষ্ঠ পুলিশ অফিসার এএসপি(সিংগাইর সার্কেল) রেজাউল হক

Loading

বিপ্লবঃ মানিকগঞ্জ জেলার এএসপি(সিংগাইর সার্কেল) মোহা.রেজাইল হককে শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে ক্রেষ্ট ও সনদ তুলে দেন-পুলিশ সুপার(এসপি)মোহাম্মদ গোলাম আজাদ খান।

শনিবার(১৪ আগস্ট) মানিকগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে বিভিন্ন অপরাধ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে সিংগাইর থানায় ক্লু-লেস হত্যা,দস্যুতা,চুরির মামলার ঘটনায় জড়িত আসামীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার পূর্বক মামলার রহস্য উদঘাটন পূর্বক মামলা নিষ্পত্তি,গ্রেফতারি পরোয়ানা তামিল,অবৈধ মাদকদ্রব্য,অস্ত্র-গুলি বিস্ফোরক দ্রব্যাদি,চোরাই লুন্ঠিত মালামাল উদ্ধার নিয়মিত আসামী গ্রেফতার ও জনবান্ধব পুলিশিং এ বিশেষ অবদান রাখায় এএসপি(সিংগাইর সার্কেল) মোহা.রেজাউল হককে সিংগাইর ও হরিরামপুর থানার সার্বিক আইন-শৃঙ্খলা ও অভিন্ন মানদন্ডের আলোকে জুলাই ২০২১ইং মাসের জন্য শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে নির্বাচিত করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন-মানিকগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)মো.হাফিজুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার(সদর) হোসাইন মোহাম্মদ রায়হান,সদর সার্কেল ভাস্কর সাহা,শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানা,সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহা.রেজাউল হকসহ জেলার সকল থানার অফিসার ইনর্চাজ উপস্থিত ছিলেন।

এ বিষয়ে , এএসপি(সিংগাইর সার্কেল) মোহা.রেজাউল হক বলেন- প্রথমেই আমি পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ গোলাম আজাদ খান স্যারসহ সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কাজের মূল্যায়ন করে আমাকে পুরস্কৃত করার জন্য ।