মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে চাল আত্মসাতের দায়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার ।

বিপ্লব ঃ সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ ও অবৈধ মজুদের অভিযোগে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নে ডিলার , স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।গত ( ১২ এপ্রিল ) রবিবার ধল্লা ইউনিয়নের তদারকি কর্মকর্তা জনাব মোঃ নাজিমুদ্দিন (উপ-সহকারীব কৃষি কর্মকর্তা )  ডিলারের মজুদকৃত চাল মাষ্টার রোল গণনা করে অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় সন্দেহ পোষণ করেন ,তাই  তিনি তাৎক্ষণিক বিষয়টি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কে অবহিত করেন ।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার তাৎক্ষণিক উপজেলা নিবাহি অফিসারকে নিয়ে ঘটনাস্থলে এসে মাস্টাররোল ও মজুদ গণনা করেন ।

গণনা কালে ৩০ কেজি উজনের ৮৯ বস্তা ( ২৬৭০ কেজি ) চাল কম পাওয়া যায় এবং পাশের রুমের গত মাচ মাসের বরাদ্দকৃত ৫০ কেজি উজনের ৪৪ বস্তা ( ২২০০ কেজি ) চাউল পাওয়া যায় ।

এবিষয়ে বাদী ধল্লা ইউনিয়নের তদারকি কর্মকর্তা/ টেগ অফিসার জনাব মোঃ নাজিমুদ্দিন বলেন , আমরা আপাতত তাহাকে জেল হাজতে প্রেরণ করছি , তবে দুদকে এই মামলাটি তত্ত্বাবধানে আছে ।

আসামী মোঃ আবু বকর সিদ্দিক ( বরকত ) ,পিতাঃ মৃতঃ তালেব আলী, ধল্লা ,গাজিন্দার হঠাৎ পাড়া এলাকায় বাসিন্দা ।তাহাকে গত ( ১৩ই এপ্রিল ) জেল হাজতে পাঠানো হয় ।