মানিকগঞ্জ ২ আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর পথসভা অনুষ্ঠিত
আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-হরিরামপুর ২ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থীর পথসভা অনুষ্ঠিত। আজ শুক্রবার বিকালে সংসদীয় আসনের সিংগাইর উপজেলার জামির্তা ইউনিয়ন এলাকায় বঙ্গবন্ধু মোর (সুদক্ষিরা) এ পথসভা হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ ২ আসনের আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সাবেক সাংসদ বিশিষ্ট কন্ঠ শিল্পি মমতাজ বেগম। এসময় তিনি পথ সভায় বলেন,বিগত দিনে এ এলাকার মানুষের পাশে সুখে দঃখে ছিলাম আছি এবং থাকবো।
আওয়ামীলীগ সরকারের আমলে এলাকায় ব্যপক উন্নয়ন করেছি। তিনি আরো বলেন,আগামী সংসদ নির্বাচনে আবারো আওয়ামীলীগকে নৌকা মার্কায় ভোট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিবো ইনশাআল্লাহ।
এ সময় আরো উপস্থিত ছিলেন,জামির্তা ইউনিয়নের সফল চেয়ারম্যান আব্দুল হালিম রাজু,স্থানীয় ওয়ার্ড মেম্বার শাহজাহান ও সকল ইউপি সদস্য,কায়সার হামিদ এবং উপজেলা আওয়ামীলীগের সকল অংগ সংগঠনের নেতা কর্মিরা।