মান্দায় গ্রামীন অবকাঠামো নষ্ট করায় ইটভাটার জরিমানা

Loading

নওগাঁর মান্দায় গ্রামীন অবকাঠামো নষ্ট করা ও অবৈধভাবে মাটি কাটার অভিযোগে একটি ইটভাটায় জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ।

শনিবার বিকেলে নওগাঁ- রাজশাহী মহাসড়কের জয়বাংলা মোড়ের অদূরে সজল ব্রিকসে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিসেট্রট ইউএনও খন্দকার মুশফিকুর রহমান ।

ইউএনও খন্দকার মুশফিকুর রহমান জানান, ভেকু মেশিনের সাহায্যে ফসলি জমির মাটি কেটে ইটভাটায় নিচ্ছেন সজল ব্রিকসের মালিক আশরাফুল ইসলাম বাবু। এছাড়া মাটি পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছে ট্রাক্টর । এতে করে নষ্ট হচ্ছে গ্রামীণ রাস্তা ।

এসব অভিযোগে ওই ইটভাটার ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।