প্রচ্ছদ অন্যান্য জাতীয় মান্দায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল ।

মান্দায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ উপলক্ষে দোয়া মাহফিল ।

নওগাঁর মান্দা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বুধবার সকাল ১০টার দিকে মান্দা প্রেসক্লাব চত্বরে আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য দেন মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি।

উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য প্রলয় কুমার সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন নওগাঁর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি আব্দুল মালেক, নবনির্বাচিত চেয়ারম্যান সরদার জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত ও মাহবুবা সিদ্দিকা রুমা, সাম্যবাদি দলের কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য প্রদ্যুৎ কুমার ফণি, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অনুপ কুমার মহন্ত, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান প্রমুখ।

শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।