প্রচ্ছদ অর্থনীতি মান্দায় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা ।

মান্দায় টেকসই উন্নয়ন অভীষ্ট বাস্তবায়ন বিষয়ক কর্মশালা ।

নওগাঁর মান্দায় ‘স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (ঝউএ) বাস্তবায়ন’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও’র হলরুমে বৃহস্পতিবার দিনব্যাপি অনুষ্ঠিত এ কর্মশালায় রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমান প্রধান অতিথি ছিলেন।

নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুশফিকুর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম হাবিবুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা গোলাম ফারুক হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান, উপজেলা ডেভেলপমেন্ট কর্মকর্তা আল ইমরান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুস সালাম, বিএমডিএর সহকারি প্রকৌশলী মাহফুজুর রহমান, প্রধান শিক্ষক আনিসুর রহমান প্রমুখ।

উপজেলা প্রশাসনের আয়োজন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের সহযোগিতায় কর্মশালায় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী, ইউপি চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের ৮০জন ব্যক্তি অংশগ্রহণ করেন। কর্মশালা শেষে এসডিজি ক্লাবের উদ্বোধন করা হয়েছে।