প্রচ্ছদ অন্যান্য জাতীয় মান্দায় নুসরাত হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবি ।

মান্দায় নুসরাত হত্যাকান্ডে জড়িতদের শাস্তির দাবি ।

ফেনির সোনাগাজীতে মাদরাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মান্দা উপজেলা শাখা সোমবার বেলা ১১টায় প্রসাদপুর চৌরাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করে।

বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ মান্দা শাখার সভাপতি প্রবীণ কুমার দাসের সভাপতিত্বে ও প্রভাষক ভুপেন্দ্রনাথ বাগচির সঞ্চালনায় সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, নারী ভাইস চেয়ারম্যান মাহবুবা সিদ্দিকা রুমা, পুজা উদযাপন পরিষদ নওগাঁ জেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নিরঞ্জন বাগচি নিরু, উপজেলা শাখার সহসভাপতি প্রাণনাথ সরকার, সুরেশ চন্দ্র সরকার, উজ্জল কুমার সরকার, মুক্তিযোদ্ধা বিশ্বনাথ মন্ডল, সুবল কবিরাজ প্রমুখ।