নওগাঁর মান্দায় যথাযোগ্য মর্যাদায় র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে মহান মে দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকাল ১০ টার দিকে মান্দা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন কাঁশোপাড়ার তেঁতুলতলী, দেলুয়াবাড়ি, জোতবাজার, দামনাশ, সতিহাট, মৈনম, চকশৈল্যা ও ফতেপুর শাখাসহ বিভিন্ন শ্রমিক সংগঠন র্যালিতে অংশ নেয়।
পরে উপজেলার কয়াপাড়া কামারকুড়ি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম মন্ডল। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মকে, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মীর্জা মাহবুব বাচ্চু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলতাফ হোসেন, মান্দা প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, সমাজসেবক মহিদুল হক বাদশা, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা গোলাম মোস্তফা ও আব্দুস সাত্তার, উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি সেকেন্দার আলী, সাধারণ সম্পাদক আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন।