যশোরের বেনাপোল ছোট আঁচড়া গ্রামে দুর্ধর্ষ চুরি ।

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল পোর্ট থানাধীন ছোট আঁচড়া গ্রামের ৮ নং ওয়ার্ডে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কবি রবিন্দ্রনাথ ঠাকুর সড়কের ৪৫৬ নং বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। ঘটনা স্থল থেকে তথ্য সংগ্রহ করে জানা গেছে, ৭ ভরি স্বর্ণ,৫ ভরি রুপা,১৬ হাজার টাকা দামের ১টি মোবাইল ফোন ও পোষ্ট অফিসের ১০ লাখ টাকার একটি ফিক্সড ডিপোজিট বহি চুরি হয়েছে।

ঐ বাড়ির মালিক মোঃ মনিরুজ্জামান মনু বলেন, আজ সকাল ৯টা থেকে ১১টার মধ্যে এই চুরি সংঘটিত হয়েছে।কারন হিসেবে তিনি বলেন, আমাদের পরিবারের সদস্য সংখ্যা মোট ৫(পাঁচ)জন। ঐ সময় আমরা কেউই বাড়িতে ছিলাম না। বাড়ির পিছন দিক দিয়ে চোরেরা বাড়ির ভিতর ঢোকে এবং ঘরের দরজায় লাগানো তালা ভেঙ্গে ঘরের আলমারীতে রাখা উপরিল্লিখিত মালা-মাল চুরি করে নিয়ে যায়। চুরির এ তথ্য সংগ্রহের সময় বেনাপোল পোর্ট থানার এসআই নাজমুলের নেতৃত্বে একটি পুলিশ দল সেখানে দেখতে পাওয়া যায়।

এব্যাপারে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মামুন খানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চুরির তদন্তের কাজ চলছে,খুব শিঘ্রই চোর ধরা পড়বে বলে তিনি আশ্বাস দেন।