যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ হার্বার্ট ওয়াকার (এইচ ডব্লিউ) বুশ মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

স্থানীয় সময় শুক্রবার রাত ১০টায় তিনি মারা যান। তার ছেলে আরেক সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সংবাদমাধ্যমকে জানিয়েছেন , স্ত্রী বারবারা বুশ মারা যাওয়ার আট মাস পর তার মৃত্যু হল। তিনি পাঁচ সন্তান (একজন বাল্যবয়সেই মারা যায়) এবং ১৪ নাতি-নাতনি রেখে গেছেন। রিপাবলিকান এ রাজনীতিক সিনিয়র বুশ নামে পরিচিত। তিনি ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোদ্ধা। তিনি ১৯৬৪ সালে রাজনীতিতে প্রবেশের পর যুক্তরাষ্ট্রের ৪১তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন।