যে দাবি করে দেশে সুশাসন আছে, সে মিথ্যুক’

Loading

দিনে দিনে ভোটাধিকার প্রয়োগ নিয়ে শঙ্কা বাড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় ঐক্যফ্রন্টের আহবায়ক ডক্টর কামাল হোসেন। বুধবার( ১৯ ডিসেম্বর) দুপুরে, সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে, বিশ্ব মানবাধিকার দিবস ও বিজয় দিবসের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। নির্বাচন সুষ্ঠু না হলে পরিণতি ভয়াবহ হবে বলেও মন্তব্য করেন ড. কামাল।

এ সময় তিনি আরও বলেন, ‘এই মুহূর্তে কেউ যদি দাবি করে দেশে সুশাসন আছে। তাহলে আমি বলবো সে মিথ্যুক। যারা মনে করে যে আমরা ক্ষমতা পেয়ে গেছি। যা লেখা আছে তা মানা হবে না। লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দেশ। এটা ভুলে গেলে চলবে না। যারা ভুলে যায় তাদের খেসারত দিতে হয়।’