সাভারে স্কুল ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে ৪ ভুয়া সাংবাদিক আটক।

Loading

সাভারে এক স্কুল ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগে মোঃ মোফিজুর রহমান সোহেল সহ চারজন ভুয়া সাংবাদিককে আটক করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে সাভারের বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সাভার মডেল থানা পুলিশ।
থানা পুলিশ জানায় , গত মঙ্গলবার দুপুর আড়াই টার দিকে মোঃ মোফিজুর রহমান সোহেল সহ ৩/৪ জনের একটি দল সাভার পৌর এলাকার রেডিও কলোনী ভাটপাড়া এলাকায় মোঃ সাইফুল ইসলামের বাসায় গিয়ে সিএনএন বাংলা টিভির সাংবাদিক পরিচয় দেয়।
এসময় তার বাসায় অবৈধ ব্যবসা করা হয় বলে অভিযোগ এনে বিষয় টি বারা বাড়ি না করে ৫০ হাজার টাকা চাদা দাবি করে মোঃ মোফিজুর রহমান সোহেল।
পরে সে টাকা দিতে অস্বীকার করলে আমার ছোট বোন আয়শা আক্তার মহুয়াকে পাশের রুমে নিয়ে তার সাথে অশ্রীল কথা বার্তা বলে তার স্পর্শকাতর স্থানে হাত দেয়। এসময় সে ডাক চিৎকার করলে পরিবারের সদস্যরা গিয়ে তাকে উদ্ধার করে।
পরে সাভার মডেল থানা পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে মোঃ মোফিজুর রহমান সোহেল সহ চার জন কে আটক করে থানায় নিয়ে আসে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আউয়াল বলেন, আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রস্ততি চলছে বলে জানান তিনি।