প্রচ্ছদ অর্থনীতি রংপুর রেঞ্জের বিশেষ পুরস্কার পেলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক

রংপুর রেঞ্জের বিশেষ পুরস্কার পেলেন রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক

হুমায়ুন কবির,রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) খায়রুল আনাম ডনকে ১৬ মার্চ সোমবার ফেব্রুয়ারি মাসের ক্লুলেস খুন মামলার রহস্য উদঘাটনের জন্য শ্রেষ্ঠ নির্বাচিত করায় ডিআইজি রংপুর রেঞ্জ বাংলাদেশ পলিশ রংপুর, দেবদাস ভট্রাচার্য্য বিশেষ পুরস্কার স্বরুপ সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করেন। এ উপলক্ষে এদিন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের জানুয়ারি ও ফ্রেব্রুয়ারি মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা ডিআইজি কনফারেন্স সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় অত্র রেঞ্জের জানুয়ারি ও ফ্রেব্রুয়ারি মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, আইন-শৃঙ্খলাসহ অপরাধ বিষয়ক আলোচনা হয়।

এতে বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখা ৩ পুলিশ কর্মকর্তাকে উৎসাহ প্রদানে এ পুরস্কার দেয় হয়। এদের মধ্যে ক্লুলেস খুন মামলার রহস্য দ্রুততম সময়ে উদঘাটন করতে পারায় শ্রেষ্ঠ নির্বাচিত হন রাণীশংকৈল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত)খায়রুল আনাম ডন।

এ সময় ঠাকুরগাঁও জেলার সুযোগ্য পুলিশ সুপার মুনিরুজ্জামানসহ বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।