রণাঙ্গনে বীরাঙ্গনা”বইয়ের মোড়ক উন্মোচন করলেন; জেলা প্রশাসক

Loading

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলা প্রশাসক সভাকক্ষে গত মঙ্গলবার ১৫ ফেব্রুয়ারি বিকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী যথাযথ মর্যাদায় উদযাপনের লক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঠাকুরগাঁওয়ের মহিলা বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান শেষে ঠাকুরগাঁও জেলার ১৮ জন মহিলা বীর মুক্তিযোদ্ধাদের হাতে হাতে একটি করে বইয়ের সৌজন্য কপি তুলে দিয়ে ”রণাঙ্গনে বীরাঙ্গনা” বইটির মোড়ক উন্মোচন করেন জেলা প্রশাসক মো. মাহাবুবুর রহমান।

এসময় ওই বইয়ের লেখিকা ডাঃ নাসিমা আক্তার জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব, মোঃ মামুন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জনাব, মির্জা আহম্মেদ বেগ। জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী ও পৌর কাউন্সিলন জনাব, ধ্রোপদি আগারওয়ালা, জেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বদরুদ্দোজা বদর, জেলা আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম স্বপন, রাণীশংকৈল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ শেফালি বেগম, বিটিভি জেলা প্রতিনিধি মাসুদ রানা পলকসহ জেলার বিভিন্ন গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের অনেকেই আজ আমাদের মাঝে নেই। এই মহিলা বীর মুক্তিযোদ্ধাদের পরবর্তী প্রজন্মের কাছে তাদের বীরত্বগাথা তুলে ধরার প্রয়াসে এই বইটির বহি:প্রকাশ এমটিই জানান, লেখিকা ডাঃ নাসিমা আক্তার জাহান।
বর্তমান সরকার বীরঙ্গনাদের মুক্তিযোদ্ধার সম্মান প্রদান করে গ্রেজেট করে ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধা করে দিয়েছেন বলে বক্তরা জানান।

প্রসঙ্গত: বইয়ের লেখিকা ডা: নাসিমা জাহান বর্তমানে সহকারী পরিচালক(সিসি) ও ডিস্ট্রিক্ট কনসালটেন্ট (এফপিসিএস-কিউআইটি) হিসেবে ঠাকুরগাঁও জেলায় কর্মরত আছেন।