মোমেন ঢাকা ঃ রাজধানীর উত্তরায় চলন্ত গাড়ির ভেতর উবার চালককে গলা কেটে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে এ ঘটনা ঘটে।
নিহত উবার চালকের নাম আরমান । আরমান ঢাকায় মিরপুর ১১ নম্বর এলাকায় বাস করতেন। তার গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে বলে জানা গেছে।
রামপুরার নর্থ সাউথ রোড থেকে ১১.২০ মিনিটে উবারের অনলাইনে আরমান উত্তরায় যাওয়ার জন্য একটি কল পান । রাত ১২.১৪ মিনিটে উত্তরার ১৪ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে পৌঁছান তিনি । গন্তব্য পৌঁছানোর পর পরই কোন এক সময়ে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে।
পুলিশ জানিয়েছে, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি । তবে গাড়ি ছিনতাইয়ের চেষ্টা থেকে কেউ এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিক ভাবে সন্দেহ করছেন।