রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, আগুন নিয়ন্ত্রণে সার্ভিসের ৩৭টি ইউনিট।

Loading

রাজধানীর চকবাজারের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আগুনে দগ্ধ হয়েছেন বেশ কয়েকজন । আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট। এ ঘটনায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ দগ্ধ-আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে এসেছেন, যাদের মধ্যে অন্তত ১৬ জন দগ্ধ হয়েছেন।

বুধবার (২০ ফ্রেব্রুয়ারি) রাত প্রায় পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত।আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়েছে।

এলাকাবাসী জানায়, ভবনটির নিচে গোডাউন রয়েছে।

বুধবার (২০ ফ্রেব্রুয়ারি) রাত প্রায় পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত।আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়েছে।

(২০ ফেব্রুয়ারি) দিনগত রাত ১০টা ৩৮ মিনিটে চকবাজারের চুরিহাট্টা এলাকার ওই ভবনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এলাকাবাসী জানায়, ভবনটির নিচে কেমিক্যাল কারখানা থেকে আগুন ধরেছে বলে ধারণা করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারেনি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের অপারেটর জিয়াউর রহমান বাংলানিউজকে জানান, চকবাজার চুরিহাট্টা এলাকায় একটি ভবনে আগুন লাগার পর আরেকটি ভবনে ছড়িয়ে গেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের ৩৭টি ইউনিট।