অমর ২১শে ফেব্রুয়ারিতে রাসিক মেয়র লিটন এর শ্রদ্ধা

Loading

একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাজশাহীর রাজনীতিবিদসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ।

দিবসের প্রথম প্রহরে ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করে মহানগর আওয়ামী লীগ। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, সহ-সভাপতি শাহিন আকতার রেনী, ফারিকা জামান অর্ণা সহ অন্যান্য নেতাকর্মীরা।

অন্যদিকে দিবসের প্রথম প্রহরে সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার নেতৃত্বে ভূবনমোহন পার্ক শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা। পরে রাজশাহী প্রেসক্লাব, বাসদসহ অন্যান্য সংগঠনের নেতাকর্মীরা পুষ্পস্তবক অর্পন করেন।

এ সময় ভাষী শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।