রাজশাহীতে নকল ঔষধ তৈরি কারখানার সন্ধান আটক দুই

Loading

সোমেন মন্ডল রাজশাহীঃ রাজশাহীতে একটি নকল ওষুধের কারখানার সন্ধান পেয়েছে গোয়েন্দা পুলিশ।

নগরীর ভদ্রা এলাকায় আনিসুর রহমান ওরফে আনিস (৪২) নামের এক ব্যক্তি নিজের বাড়িতেই এই কারখানা গড়ে তুলেছিলেন। শুক্রবার ২৩ এপ্রিল ২০২১ রাত ০৯.০০ টায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানার ভদ্রা আবাসিক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে নকল ঔষধ তৈরির কারখানার সন্ধান পেয়েছে। এসময় হাতে নাতে একজন কে আটক করে।পরে আরও একজনসহ মেট দুজনকে আটক করাহয়।এই বিষয়ে আজ রাজশাহী ডিবি অফিসে একটি সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মহানগরীর চন্দ্রিমা থানাধীন ছােটগ্রাম চন্দ্রিমা আবাসিক-১, বারিন্দ মেডিকেল কলেজের উত্তর পার্শ্বে জনৈক শফিকুল ইসলাম ওরফে আনিছের বসত বাড়ীতে বিভিন্ন প্রকার প্রতিষ্ঠিত ওষুধ কোম্পানীর মােড়কে নকল ওষুধ
প্রক্রিয়াজাত করে রাজশাহী মহানগরসহ দেশের বিভিন্ন জেলায় ডিলারদের মাধ্যমে বাজারজাত করছেন বলে জানতে পারে পুলিশ। উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে শনিবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে নকল ওষুধ কারখানাটির সন্ধান পায় পুলিশ। এসময় কারখানা হতে ওষুধ তৈরির মেশিন ও সরঞ্জামাদীসহ নিম্নবর্ণিত বিপুল পরিমাণ ওষুধ উদ্ধার করে।

যার মধ্যে রয়েছে ফয়ার কোম্পানির নকল সেকলাে ১৮৬৪ প্যাকেট, মূল্য অনুমান-১৩,৪২,০৮০/-, এস.বি-ল্যাবরেটরীজ কোম্পানির নকল Power-30 (মােড়কসহ) ৭৬৯ প্যাকেট, মূল্য অনুমান-২,৬৯,১৫০/-, এস.বি-ল্যাবরেটরীজ কোম্পানির নকল Power-30 (মােড়ছাড়া) ৫১৮৮ প্যাকেট, মূল্য অনুমান-১৮,১৫,৮০০/-, এস.বিল্যাবরেটরীজ কোম্পানির নকল Power-30 (সবুজ রং) ৬৫ পাতা, মূল্য অনুমান-২২,৭৫০/-, এস.বিল্যাবরেটরীজ কোম্পানির নকল Power-30 (খােলা) ১৬ কেজি, মূল্য অনুমান-১০,৬৪,০০০/-, নাভানা কোম্পানির নকল পিজোফেন ১৩৫৬ পাতা, মূল্য অনুমান-৯৪,৯২০/-, রিলায়েন্স কোম্পানির নকল ইলিক্সিম ১২৫ পাতা, মূল্য অনুমান-১৭,৫০০/-, রিলায়েন্স কোম্পানির নকল রিলাম ২২ পাতা, মূল্য অনুমান-১,১০০/-, স্কয়ার কোম্পানির নকল সেকলাের খালি মােড়ক ০৬ বন্ধ, মূল্য অনুমান-৩০,০০০/- ও ভেজাল ওষুধ তৈরির মেশিন বিলিস্টার। মেশিনের মূল্য অনুমান-২২,০০,০০০/-, কমপ্রেশার মেশিন মূল্য-২,৪০,০০০/-, সর্বমােট মূল্য=৭০,৯৭,৩০০/- টাকা।

প্রসঙ্গত, শুক্রবার রাতে রাজশাহী মহানগরীর ভদ্রা আবাসিক এলাকায় অভিযান চালিয়ে নকল ওষুধের কারখানার সন্ধান পায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় বিপুল পরিমাণ নকল ওষুধ, যৌন উত্তেজক ট্যাবলেট ও ওষুধ তৈরীর কাঁচামালসহ ওষুধ তৈরীর একটি মেশিন জব্দ করা হয়। অভিযান চলাকালে দুজনকে আটক করেছে পুলিশ।  শুক্রবার (২৩ এপ্রিল) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নকল ওষুধ তৈরির ওই কারখানায় (বাসায়) অভিযান চালানো হয়।  যার আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা।

আটককৃত ব্যক্তি হলেন- নগরীর ভদ্রা জামালপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে শফিকুল ইসলাম ওরফে আনিছ (৪২) ও তার সহেযাগী রবিউল ইসলাম (৩২)।