প্রচ্ছদ অপরাধ রাজশাহীতে বিপুল পরিমান দেশী মদসহ যুবক আটক

রাজশাহীতে বিপুল পরিমান দেশী মদসহ যুবক আটক

রাজশাহীতে বিপুল পরিমাণ দেশী মদসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাুব। মঙ্গলবার দিবাগত গভীর রাতে রাজশাহী মহানগরীর সিলিন্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম সহিম আলী ওরফে শিমুল (২৮)। রাজশাহীর চারঘাট উপজেলার খর্দগোবিন্দপুর গ্রামে তার বাড়ি। বাবার নাম লোকমান আলী। র্যাুব বলছে, শিমুল মাদক ব্যবসায় জড়িত।

বুধবার সকালে র্যাববের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যা ব-৫ এর রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। অভিযানে ১ হাজার ৮৭০ বোতল দেশী মদসহ শিমুলকে গ্রেপ্তার করা হয়।

এ নিয়ে তার বিরুদ্ধে নগরীর রাজপাড়া থানায় একটি মামলা করা হয়েছে।