রাজশাহীতে সড়কে লেগুনার ধাক্কায় ব্যবসায়ী নিহত

Loading

সোমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃরা রাজশাহীতে লেগুনার ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ী নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যায় পবার নওহাটা জুট মিল গেটে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যবসায়ীর নাম আওয়াল হোসেন (৫২)। তিনি নওহাটা বাজারের মৃত আব্দুস সামাদের ছেলে। পেশায় তিনি ডেকোরেটর ব্যবসায়ী। এছাড়াও মোটরসাইকেল আরোহী আদিল নামের একজন আহত হয়েছে।

জানা গেছে, নওহাটা জুট মিলস লিমিটেড ও পবা উপজেলা পরিষদের প্রয়াত চেয়ারম্যান মুনসুর রহমান স্মরণে দোয়া মাহফিল ছিল। এ অনুষ্ঠানে রান্নার দায়িত্বে ছিলেন বাবুর্চি আওয়াল হোসেন এবং তার সহকারি আদিল উদ্দিন।

সন্ধ্যায় কাজ শেষে মোটরসাইকেল নিয়ে মিল থেকে বের হয়ে রাজশাহী-নওগাঁ মহাসড়কে উঠছিলেন। এ সময়ে দ্রæতগতিতে বিপরীত দিক থেকে আসা এক লেগুনা তাদেরকে চাপা দিয়ে প্রায় ২০০ মিটার পর্যন্ত ছেঁচড়িয়ে নিয়ে যায়।

গাড়ি থামিয়ে ওই লেগুনার ড্রাইভার ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসারত অবস্থায় আওয়াল হোসেন মারা যায়।

পবা থানার পরিদর্শক (তদন্ত) বানী ইসরাইল বলেন, আহত দুইজনকে উদ্ধার করে রামেক হাসপাতালে এবং লেগুনাকে জব্দ করা হয়েছে।