রাজশাহী বাঘার চকরাজাপুরে গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার

Loading

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরোঃ রাজশাহীর বাঘা উপজেলা চকরাজাপুর ইউনিয়নের এক যুবক কে গলা কেটে হত্যা করা হয়েছে। চকরাজাপুর ইউপির কালিদাশখালী চর এলাকার আঃখালেক এর ছোট ছেলে জাকির হোসেন(২২) কে শুক্রবার রাতে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। সকালে বাঘা উপজেলা হতে চর এলাকায় পাইকারী সবজি ক্রেতারা বাইসাইকেলে করে যাওয়ার পথে রাস্তার ধারে মটর ক্ষেতে লাশটি পড়ে থাকতে দেখে এলাকার স্থানীয়দের জানায়। লাশটি কবিরের বড়ই বাগানের সংলগ্ন রাশিদুলের মটর ক্ষেত হতে ৫-৬শত মিটার দূরত্বে জাকির হোসেনের বাড়ী। গলা কাটা লাশের কথা শুনে জাকির হোসেনের ফুফু কান্না করতে করতে ছুটে আসে লাশ পড়ে থাকা জায়গাতে। জাকির হোসেনের মা প্রতিবেদক কে জানায়,গত সন্ধ্যা রাতে আমার ছেলে ( জাকির) ঠান্ডা লেগেছে বলে স্থানীয় বাজারে ঔষধ নিতে যায়।তার পরে আর বাড়ী ফিরে আসেনি।জাকির হোসেন দিনমুজুর এর কাজ করে বলেও যানায় এলাকাসী ও তার মা।

চকরাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃআজিজুল আযম জানান,জাকির হোসেন দিনমুজুর কাজ করে এবং রাতে চোখে কম দেখে।তার শুত্রুতার কোন আলামত শোনা যায় নাই। বাঘা থানার ওসি মোঃ নজরুল ইসলাম বলেন, আমরাও দেখলাম লাশ ও ঘটনার স্থল।কে বা কাহারা হত্যাকান্ডর ঘটনা ঘটিয়েছে তা দতন্ত করে আইনের আওতায় আনা হবে।