রাজশাহী লকডাউন: কঠোর অবস্থানে রাজশাহীর আইন শৃঙ্খলা বাহিনী

Loading

সৌমেন মন্ডল, রাজশাহী ব্যুরো: জরুরী সভায় করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে বহুল সংক্রমণের হাত থেকে রক্ষার স্বার্থে রাজশাহীকে লকডাউন ঘোষণা করা হয়।পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই লকডাউন থাকবে।সোমবার (৬ এপ্রিল) করোনা ভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে রাজশাহীর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে অনুষ্ঠিত বিভাগীয় সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এ আইন আজ সন্ধ্যা ছয়টা থেকে কার্যকর হবে। এরই মধ্যে রাজশাহী মহানগরকে অঘোষিত লকডাউন করে দেওয়া হয়েছে। একেবারে জরুরী প্রয়োজন ছাড়া শহরের বাইরে থেকে কোনো যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না শহরে। জরুরী পরিবহন ও ঔষধ পত্রের দোকান ব্যতীত অন্য সকল দোকান কে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ লকডাউন এর ফলে রাজশাহী জেলার সাথে পার্শ্ববর্তী সকল জেলার যানবাহন চলাচলের বিধি নিষেধ আরোপ করা হয়।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন, রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য জনাব ফজলে হোসেন বাদশা,রাজশাহী বিভাগীয় কমিশনার জনাব হুমায়ুন কবীর খোন্দকার, রাজশাহী রেঞ্জ ডিআইজি জনাব একেএম হাফিজ আক্তার, পরিচালক (স্বাস্থ্য) ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য, রাজশাহী জেলা প্রশাসক জনাব হামিদুল হক, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল জনাব জামিলুর রহমান, রাজশাহীর সিভিল সার্জন ডা: মহা: এনামুল হক প্রমুখ উপস্থিত থেকে জরুরি সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।