রাণীশংকৈলে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণ

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ১০টি বাড়ি সম্পুন্নরুপে ও ১০টি বাড়ি আংশিক পুড়ে ব্যপক ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া এলাকায় গতকাল আনুমানিক রাত দশ দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ ২ ঘন্টা কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, উপজেলার ভরনিয়া মন্ডল পাড়া এলাকার পশির উদ্দীনের পুত্র সমির উদ্দীন প্রতিদিনের ন্যায় ভ্যানগাড়ি চালিয়ে বাড়িতে আসে। এ সময় শীত নিবারণের জন্য আগুন পুহাতে গেলে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে সমির উদ্দীন, মোজাম্মেল, দবিরুল, সজিরণ, সফিজুল, মানকু, নুর আলম, আইনুলসহ ২০টি পরিবারের আসবাপত্র মালামাল সহ প্রায় ৮০ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়।

৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও ইউএনও মৌসুমি আফরিদা, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, ইউপি চেয়ারম্যান সফিকুল আলম মুকুল, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম, ত্রাণ অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী তাজউদ্দীন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ১০টি পরিবারের প্রত্যেককে চাল, ডাল, তেল, শুকনো খাবার, কম্বলসহ নগদ অর্থ বিতরণ করেন।

অন্য আংশিক ক্ষতিগ্রস্থ ১০টি পরিবার প্রত্যেককে ১ প্যাকেট শুকনা খাবার ও ১টি করে কম্বল দেয়া হয়।

এদিকে চাহিদা অনুযায়ী পর্যাপ্ত ত্রাণ দেওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি আফরিদা ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে সরকারি ভাবে আরো সহায়তা দেওয়ার আশ্বাস দেন।