রাণীশংকৈলে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্তদের ভাইসচেয়ারম্যান সোহেলের ব্যক্তিগত ত্রাণ বিতরণ

Loading

হুমায়ুন কবির, রাণীশংকৈল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে রানীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে ১০টি বাড়ি সম্পূর্ণভাবে ও ১০টি বাড়ি আংশিক পুড়ে ব্যপক ক্ষয় ক্ষতির খবর পাওয়া গেছে। উপজেলার ভরনিয়া মন্ডলপাড়া এলাকায় গত ৫ ফেব্রুয়ারি আনুমানিক রাত দশ দিকে এ ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ ২ ঘন্টা কার্যক্রম চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসীর তথ্যমতে, ধর্মগড় ভরনিয়া মন্ডল পাড়া গ্রামের পশির উদ্দীনের পুত্র সমির উদ্দীন প্রতিদিনের ন্যায় ভ্যানগাড়ি চালিয়ে বাড়িতে আসে। এ সময় শীত নিবারণের জন্য আগুন পোহাতে গেলে এ অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। আগুনে পুড়ে যাওয়া ২০টি পরিবারের আসবাপত্র মালামাল সহ প্রায় ৮০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থরা জানান ।

৭ ফেব্রুয়ারি শুক্রবার উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও রাণীশংকৈল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তাদের খোঁজখবর নেন। তাৎক্ষনিক নিজের ব্যক্তিগত উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারদেরকে চাল, ডাল, ,শুকনো খাবার, লুঙ্গিসহ নগদ অর্থ বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক রুবেল হক,ধর্মগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, কাশিপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা, নেকমরদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম, সদস্য নাজমুল আকতার, স্বেচ্ছাসেবক লীগ নেতা তাইজুল ইসলাম প্রমূখ