হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের পাথরকাটা খাস পুকুরপাড়ে ৩০ টি ভূমিহীন পরিবার ও একটি মন্দিরের নামে মোট ১১০ শতাংশ খাস জমি বরাদ্দ দেওয়া হয়।
৩০ টি পরিবারের মধ্যে ২৫ টি আদিবাসী (পাহান) ২টি দলিত (বাঁশমালী) ও ৩টি মুসলিম পরিবারের মধ্যে ০১ জন মুক্তিযোদ্ধা ও ০২ জন বিধাবাকে খাস জমি বরাদ্দ দেওয়া হয়।
সহকারি কমিশনার (ভূমি) সোহাগ চন্দ্র সাহা নিজে উপস্থিত থেকে রাস্তা রেখে প্রতি পরিবারকে ৩ শতাংশ করে জমি বুঝিয়ে দেন। অন্যের জমিতে আশ্রিত ভূমিহীন পরিবারগুলো জমি বুঝে পেয়ে প্রত্যেকে সেখানে বসতবাড়ি কাজ শুরু করেছে।
এ সময় ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা গোপাল চন্দ্র রায়, টেকনিক্যাল ম্যানেজার (ভূমি) ইএসডিও শাহ মোহাম্মদ আমিনুল হক, রাণীশংকৈল উপজেলা ম্যানেজার ইএসডিও প্রেমদ্বীপ প্রকল্প খায়রুল আলম, কমিউনিটি ফিসিলিটেটর আনোয়ার হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
জমি বরাদ্দ পাওয়ায় দলিতরা অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন এবং এসিল্যান্ড নিজে উপস্থিত থেকে সকলকে মিষ্টিমুখ করান।